তুমিতো থাকো মহাসুখে,
অট্টালিকার পরে।
তুমি বুঝতে কি চেয়েছো কখনো,
আমি থাকি কি করে?
তুমি জগত দেখ,রঙিন চশমা চোখে,
বিলাসী গাড়িতে চড়ে।
তুমি কি বুঝতে চেয়েছো কখনো,
কেমন তাদের জীবন-
যারা জন্ম থেকে ভভঘুরে।
প্রতিটি দিনই তোমার কাছে
কোন না কোন উপলক্ষ্য।
তাইতো তোমার বাড়ির,
সামনের ডাস্টবিনটাই
আমার প্রতিদিনের লক্ষ্য।
রকমারি খাবার খেতে খেতে,
তোমার রুচিটাও আজ নষ্ট।
অথচ:দুমুঠো খাবার পেতে
আমি করছি কতোই না কষ্ট।
আমাকে পুঁজি করে,
তুমি চালিয়ে যাও-
হরেক রকম আয়োজন।
এতে তোমার পকেট ভরলেও
বদলে নাতো আমার ভাগ্য তেমন।
মাঝেমাঝে তুমি আমাকে দাও।
কিন্তু? বিনিময়ে কি কি করিয়ে নাও?
আমাকে দিয়ে বহন করাও
নেশা, অস্ত্র কিংবা বোমা।
ওরা আমাদের ধরলে
আমরা কুকুরের মতো মারা পড়ি,
তুমি পেয়ে যাও
বিচারবিহীন ক্ষমা।
ক্ষমতা পেতে তুমি
ধরতে পারো
কত রকমের রূপ,
আর কেউ না জানুক তোমায়,
আমি জানি খুব।
তবে টেনশন নেই তোমার,
আমি যে গন্ড, মূর্খ,
একেবারেই বেকুব।