আমি সভ্য থাকার চেষ্টা করি বটে,
কিন্তু শেষমেস সভ্য থাকাটা আর হয়ে উঠে না।
আমি সাধু সাজবার চেষ্টা করি বটে,
কিন্তু শেষমেস আর সাধু হওয়াটা আর হয়ে উঠে না।
কাম, ক্রোধ আর লালসা থেকে থেকেই,
জেগে উঠে আমাতে।
বদলে যাই আমি,আর আমার নৈতিকতা।
ফুটে উঠে আমার চরিত্রের দীনতা।
আমার আচরণ, আমার কথা কিংবা ক্ষমতা
প্রমাণ করেই দেয়-
আমি কতটা অসভ্য!
নিজেকে সভ্য প্রমাণ করতে কত কিছুই না করি!
কাঁড়ি কাঁড়ি বই পড়ি, জ্ঞানীর গুপ্তবেশ ধরি,
সুবিধার উচ্ছিষ্ট পেতে
সুযোগ সন্ধানী মন্তব্য করি।
এতোদিন আমি যা দেখিয়েছি,
আমি যে তা নই-
নিজের অজান্তেই আবারো  তুলে ধরি।
সুযোগ পেলেই বেরিয়ে আসে-
লালসার জিহবা, জেগে উঠে
কামাদ্রির উত্থান!
মানুষ থেকে আমি অমানুষ তখন,
মিথ্যা সব আমার  অতীত বয়ান।