যদি আবার কখনো আকাশ নীল হয়,
আমি ফিরে আসবোই।
তুমি অপেক্ষায় থেকো-
আমাদের সেই কৃষ্ণ চূড়ার তলে।
কতদিন পাশাপাশি বসা হয়না,
হাত ধরে হাটা হয়না-
কূল ঘেষে থাকা পদ্মার হৃদয় ভেজানো জলে।
আগে কখনো বুঝিনি যে,
নৈকট্যের গুরুত্ব বুঝতে দূরত্বের মুল্য কত !
সব ভুলে গিয়ে এখন,
কেবল নিজের কথাই ভাবি অবিরত।
কতদিন হলো,সূর্যদোয় দেখিনা,সূর্যাস্ত দেখিনা,
রাতের আকাশ দেখিনা!
কিন্তু,অনুভূতির জানালা দিয়ে আমি তাকিয়ে দেখি,
এখনো আঁধার কাটেনি।
সারাটা আকাশ জুড়ে কেবল-
ঘন মেঘের ছেয়ে থাকা!
তুমি তো জানোনা, আমার হৃদয় জুড়ে কত ছবি আঁকা!
রেখেছি যতন করে, তোমাকে দেখাবো বলে।
তুমি কিন্তু কোন অজুহাতে যেয়োনাকো চলে।