আমাকে মা কেন গর্ভে ধারণ করে ছিল,
সেটা মা'ই বলতে পারবে।
আমি কিন্তু এই পৃথিবীতে আসতে চাইনি।
কাজেই এ বিষয়ে আমাকে প্রশ্ন করা অহেতুক।
আমি এ পৃথিবীর জন্য উপযুক্ত হতে পারিনি,
এ দায়টিও আমার নয়,অনেকটা আমার নামকরনের মতো!
তার পরেও আমাকেই প্রশ্ন করা হয়-
কেন আমি গাড়ী-বাড়ি, বিত্ত-বৈভবের মালিক হলাম না,কেন আমার শরীর থেকে ক্ষমতা আর দম্ভের খুশবু ছড়ায় না?
এক্ষেত্রেও দায় আমার না,
কাজেইআমাকে প্রশ্ন করা অহেতুক।
শুধু এটুকু বলতে পারি-
ভাগ্য বিধাতা হয়তো আমার কাঙখিত ভাগ্য লিপি তৈরী করতে ভুলে  গেছেন,
নতুবা যাদের হাতে আমার বরাদ্ধ দিয়ে রেখে ছিলেন-
আমি কিছু বুঝে ওঠার আগেই,
তারা আমার সব বরাদ্ধ লোপাট করে দিয়েছে।
কাজেই এ বিষয়ে আমাকেই দায়ী করাটা অহেতুক।
অবশ্য,
পৃথিবীর জন্য আপাদমস্তক বোঝা হয়ে থাকার দায় আমার আছে,এটা আমি বুঝি।
তাই আমি দায়মুক্তি দিতে চাই।
তবে এক্ষেত্রে অপেক্ষা নয়,
সেচ্ছায় ফিরে যেতে চাই -
মাতৃগর্ভের মত কোন জায়গায়।
কাজেই আমাকে মিথ্যে সান্ত্বনা আর খোড়া যুক্তি দিয়ে,
"হুকুম" পর্যন্ত অপেক্ষায় রাখাটা অহেতুক।