আমি আতঙ্কিত হয়ে বসে আছি
আমার বর্তমানের ডিঙি নৌকাটিতে!
প্রতিকূল আবহাওয়া,দূর্যোগের আভাস,
ভয়ানক দুলছে নৌকাটি,
বৈঠাটিও তো নেই হাতে।
প্রচন্ড ভয় পাচ্ছি আমি,
নাহঃ নিজের জন্য নয়;
আমার ভালো লাগা-ভালোবাসার মানুষগুলোযে
আছে আমার এই ডিঙি নৌকাটিতে।
নিজে নিজেই ভাবছি আকাশকুসুম,
না জানি কি আছে আমার বরাতে!
চেয়ে দেখি অতীত-
সেটাও কম নড়বড়ে ছিলোনা।
চেয়ে দেখি ভবিষ্যৎ
কি জানি কেমন আভাস পেলাম ঈষৎ।
এরি মাঝে আঁধার বসলো জেঁকে।
বাঁচার চেয়ে বেশী বাঁচানোর তাগিদে,
উদ্ভ্রান্তের মত তাকাতে লাগলাম এদিকে ওদিকে।
জীবনটা যেন, ঘুটঘুটে - বিদঘুটে আঁধারে ভরা।
আলো জ্বালানোর নিরন্তর চেষ্টা,
আশার প্রদীপ যে তবু জ্বলেনা।
মাঝেমাঝে ভাবি-
একি কোন কর্মের পাপ,নাকি তোমারি অভিশাপ,
তাই বুঝি করছোনা মার্জনা।
নাঃ নাঃ!
ধর্মের ঠিকাদারেরা যাই বলুক,
আমি জানি, তুমি অমন না।
তবে কেন এতো বিড়ম্বনা প্রভু, এতো কেন যাতনা?
দূর করে দাও আঁধার প্রভু
আমি যে আর পারছিনা।