আবার কবে দেখা হবে?
------------------------------শামীম আশরাফী
আমি যখন তোমাকে বললামঃ
আবার কবে কথা হবে?
তুমি বললেঃ
জানিনা!
আমি তখন ঠিকই বুঝছিলাম,
তোমার সাথে আর হয়তো বা কখনো কথা হবেনা।
আমি যখন তোমাকে বললামঃ
আবার কখন দেখা হবে?
তুমি বললেঃ
সেটাও জানিনা!
আমি কিন্তু ঠিকই বুঝেছিলাম,
তোমাতে -আমাতে আর দেখা হবেনা!
কারণ?
কারণ,তুমি পেয়েছো এক নতুন ঠিকানা।
আমি তোমার বদলে যাওয়া দেখেছি!
দেখেছি, কিভাবে একজন মানুষ বদলে যায়,
সবকিছুই নিছক অতীত ভেবে ভুলে যায়।
কিন্তু, কিছুই বলিনি।
আমি যখন আকাশপানে চেয়েছি,
মনে হয়েছে-
এ আকাশ আমার নয়,
যখন মাটিরপানে চেয়েছি-
মনে হয়েছে-
বিশাল এক গহবরে তলিয়ে যাচ্ছি আমি।
আমি তোমার চলে যাওয়া দেখেছি আর
ফেলেছি দীর্ঘশ্বাস!
দুচোখের ফিনকি দিয়ে গড়িয়ে পড়া স্রোতধারা,
আমি থামাতে পারিনি।
আজ বহুকাল পরে যখন তুমি জানালে,
তুমি ভাল নেই;
তখন কেবলি মনে হয়েছে-
তবে কি তুমিও ভুলতে পারোনি?