এ পৃথিবী আমার নয়,
যেখানে মানুষ -
মানুষেরই মাংস চিবোয়।
এ পৃথিবী আমার নয়,
যেখানে প্রতিটি চরিত্রই রহস্যময়।
এ পৃথিবী আমার নয়,
যেখানে নারীর সম্ভ্রম ফুটপাতে বিকোয়।
এ পৃথিবী আমার নয়,
যেখানে ধর্ম নিয়ে ব্যবসা হয়,
ধর্মের নামে অধর্মই বেশী হয়।
এ পৃথিবী আমার নয়,
যেখানে সততা পদে পদে ভুলুন্ঠিত
আর পেশী শক্তি পুরস্কৃত হয়।
অথচ,
স্রষ্টা ও তখন সরল দর্শকের ভূমিকায় চেয়ে রয়।
এ পৃথিবী আমার নয়,
যেখানে দেশপ্রেমির বদলে
মীরজাফর সমাদৃত হয়।
এ পৃথিবী আমার নয়,
যেখানে মানুষে-মানুষে বৈষম্য
আকাশচুম্বী হয়।
এ পৃথিবী আমার নয়,
যেখানে নীতি-নৈতিকতা,
কেবলি কেতাবি বয়ান হয়ে রয়।
আমার যে পৃথিবীতে জন্মাবার কথা ছিল,
কথা ছিল-
আমার পরবর্তী প্রজন্মের জন্মাবার,
এটা সেই পৃথিবী নয়!
আমি সত্যিই বলছি-
এ পৃথিবী আমার নয়,
এ পৃথিবী আমার নয়!