তাপিত কথায় তব
পত্র পল্লব মম ঘেমে ঘেমে উঠে
নিবিড় আলিঙ্গনে মাতাল রস
জমে জমে উঠে ঠোঁটে।
শিশির গোলি ঝড়ে পরে হায়
শিথিল পেশির কম্পনে
অধর জোগল লাল হয়ে যায়
পুস্প রেণুর চুম্বনে।
ঝাড়ের কুড়ি ঝাপটে ধরি
শীর্ষ চুড়ায় ফুটছে খই
ঝড়ের তোরে বৃষ্টি পরে
হৃষ্টাবেগে বেকুল হই।
কামনা ভ্রমর পাপরি চরে
পুস্প মধুর সন্ধানে
অক্সিজেনের ঘার্তি বাড়ে
নিশ্বাসের ঐ স্পন্ধনে।
ক্লান্ত কৃষক বীজ বুনে যায়
মৃত্তিকার ঐ নাভিমূলে
ভূমিকম্পের রুষ্ট থাবায়
পাহার জোগল উঠে দোলে।
ঋষির শশী গগন তারা
গুনতে গেলে আপন হারা
একই তৃষ্ণা ভুবনময়-
রিপুর তোরে বাড়ছে দেনা
অন্তরিক্ষে যে যার চেনা
অবশেষে আপন হয়।