যুদ্ধাস্ত্রের চেয়ে ধারালো তোমার
পত্রে লিখে দেওয়া কালি।
যেন কোনো নিষ্পাপ তাতে,
আহত না হয়ে যায়।
সুচের চেয়ে সুরু তোমার
জিহ্বা নাড়ানো বলি।
যেন কোনো হৃদয়বানের
হৃদয়ে না ফোঁড়ে যায়।
চোখ তোমার বন্ধ রেখে
বিশ্বাস করবে না জানি।
হুশিয়ার তবে!
কোনো অজানার ব্যাপারে,
না জেনে না পড়ে
বাজে বকবে না তুমি।
যেন কোনো নিষ্পাপ তাতে,
আহত না হয়ে যায়।
যেন কোনো হৃদয়বানের
হৃদয়ে না ফোঁড়ে যায়।