দুটি অধ্যায়কে পৃথক করবো আবার
এক আমি অপর আমির অস্তিত্ব নিয়ে
চালাবো অযথা ছিনিমিনি---
ওধারে বৃহৎ পেরিস্কোপ নিয়ে হাঁ জগৎ
আমাকেই তুলবে কাঠগড়ায় জানি
জঙ্গী নেমে আসবে সমতলে সশস্ত্র
বিবাদরত পোতাশ্রিত কামধেনু জনগন
চলবে মাসখানেক ধর্মঘটীর কেরামতি
শয়ে শয়ে কারফিউ টহলদারি
জেগে জেগে কয়েকটা রাত কাবার
ছুড়বে মিসাইল
এ্যটম্ টাইম ব্যোম্
যুদ্ধ বিমান পাঁক খাবে ভরদিন
মরণ বাঁচন লড়াই হবে কোন একদিন--
আমি পৃথক করলেই ভেদাভেদ
থেমে যাবে স্বয়ং বিমান
লক্ষ বিবাদ জড়ো হবে সভা
কেড়ে নেবে মজলিস্
ঘরানার স্বয়ংক্রিয় ভিত্
অথচ পৃথকীকরণ সূত্র নিয়োজিত ছিল
সৃষ্টের চরম মহিমায়
অধ্যায় হতে সূত্র সংযোগ ও বিক্রিয়াকরণ
তাতেই অস্তিত্ব পৃথকীকরণ
আমি আর তুমি,
আমার ভাবনার সংকেত হতে
সরে যাবে সাবেক উপাদান
আমি বলিনি পৃথিবীর গতিপথ
তবুও উদ্যত ওদের আয়োজন
আর পেরিস্কোপের হাঁ
আমি জানি, খুললেই পৃথক আস্থাণ
একসাথে বাজবে নট এ্যালোট এ্যালার্ম বেল
বাজবে,বাজবেই জানি।