আমি সত্যি স্বার্থপর-
        কেনো স্বার্থপর..... তা শুনবে না !!
        শুধু একবার শুনে যাও~~
এক বুক কষ্ট নিয়ে বলছি -
তোমাকে ভালো বাসি....
                     পাবো না জেনেও ভালো বাসি....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আমার আর কষ্টের কবিতা লিখতে ভালো লাগে না-
কেনো ভালো লাগে না।
একবার শুনে যাও~~
আমি তো এসে ছিলাম তোমার জীবনে অতীত হয়ে -
কেন তুমি  মেনে নিয়ে পাথরে ফুল ফুটালে !!
~~~~~~~~~~~~~~~~~~~~

আমি বুঝি না -
কষ্ট কি শুধু আমার বুকের মাঝে  এসে ভির জমায় !!!
যেখানে পাথর থেকে ফুল ফুটে -
আবার ফুল ফুটে  সেখানে পাথরের নেয় হয়ে যায় !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

তোমাকে এতো ভালো না বাসলে কষ্ট'টা কি -
কখনও অনুভব করতে পারতাম না ~~
আর যখন কষ্ট টা  অনুভব করি -
তখন চোখের অশ্রু ধরে রাখতে পারিনা !!!

~~~~~~~~
সত্যি আমি বড় স্বার্থপর-
            তোমাকে পাবো না জেনেও ভালো বাসি !!!
হাজার দুরে থাকলেও তুমি আমাকে অনুভব করলে-
সাত সমুদ্র পারি দিয়ে তোমার কাছে ছুটে আসি !! "
সত্যি আমি বড় স্বার্থ পর
                      তোমাকে পাবো না জেনেও ভালো বাসি !!