তুমি তো আমার,,,,চৈত্রের মাটি ফাটা বুকের মতন
তুমি তো আমার,,,,,আষাঢ়ের জল ভরা নদীর মতন!
তুমি তো আমার,,,,,,বৈশাখের তুমুল ঝড়ের মতন।
তুমি তো আমার,,,, শীতের ছেরা কাতার মতন!
তুমি তো আমার,,,বাগানে ফুটে থাকা গোলাপের মতন
তুমি তো আমার,,,,ভোরের শিশির ভেজা ঘাসের মতন!
তুমি তো আমার,,আঁধার রাতের লক্ষলক্ষ তাঁরার মতন।
তুমি তো আমার,,,অন্ধকারের জোনাকির আলোর মতন
তুমি তো আমার,,, সকল ফুলের ঘ্রানের মতন।
তুমি তো আমার,,,,বুকের মধ্যে প্রানের মতন!
তুমি তো আমার,,,,সমুদ্রের জুয়ার ভাটার মতন।
তুমি তো আমার,,,,সদ্য ফোটা শাপলার মতন!
তুমি তো আমার,,,,স্বপ্নে দেখা পরীর মতন।
তুমি তো আমার,,,,বেঁচে থাকা আশার মতন!
তুমি তো আমার,,,,লক্ষ কোটি প্রেমিকের মতন।
তুমি তো আমার,,,, হৃদয়ে লেখা নামের মতন!
সংক্ষেপিত
১৩,১,২০২০,