বৃষ্টি আমি এখনো খুঁজে পায়-
আমার হৃদয় জুড়ে তোমার অস্তিত্ব !
আগে তুমি আমার পাশে ছিলে ছায়ার মত-
এখন আর পাশে নেই বলে ভাবি তোমায় অবিরত !
কোথায় আছো, কেমন আছো, কে তা জানে-
তবুও পথ চেয়ে তোমার অপেক্ষায় বসে রই!!
আমার হৃদয়ে তোমার বিরহের আগুন নিয়ে !!
বৃষ্টি তোমার জন্য আজও আমার দুই চোখে-
জল গরিয়ে পরে বুকের খুব কাছে!
যেখানে শুধু তোমাকে ছাড়া কোন কিছুই ভাবা যায়-
আমার হৃদয়ে তোমার নাম যে শুধু লেখা আছে !!
বৃষ্টি তোমাকে খুব ভালো বাসি তাই তো বলি,
আজ আর্তচিৎকার করে বলতেও বড় ইচ্ছে হয়।
তুমি কি জানো না বৃষ্টি তুমি ছারা আজও আমি,
বড় নিশ্ব বড় একা তবুও এই পথ কিভাবে চলি!
সে কথা আমিও জানি বৃষ্টি তুমি আর কোনদিন--
ফিরে আসবেনা আমার বাস্তবের মনের শহরে!,
যেখানে থাকবে শুধু তোমার শূন্যেতা---
একবুক হতাশা নিয়ে আমার মন বহরে!
জানতে চায়লে না আমি তোমাকে কত ভালোবাসি
ফিরে আসবে না বলে হয়ে গেলে সেই যে পরবাসী!
বৃষ্টি আমি এখনো তোমার অস্তিত্ব খুঁজে পাই!!
তাইতো তোমাকে এই জনমে চাইনা ও-ই জনমে চায়!!
তোমার জন্য আমার হৃদয়ে যে আর্তনাদ!
বৃষ্টি তুমি কি শুনতে পাচ্ছো না,
কেনো পাচ্ছো না ওগো প্রিয়!
তোমাকে নিয়ে কতো বিরহের কবিতা লেখি-
ভুল হলে ক্ষমা করে দিও!