মানুষের কষ্টের গভীরতা,
যতটা গভীর মনে হয় ---
যা সমুদ্রের গভীরতা তখন এতোটা গভীর মনে হয় না।
আসলে কষ্টের রাত নাকি অনেক বড় হয়।
যা সারারাত জেগে থেকেই রাত শেষ করা যায় না।
কিন্তু সুখের রাত নাকি এতোটাই ছোট হয়
যা চোখ বন্ধ করলে নিমিষেই শেষ হয়ে যায়।
ঝড় আসার আগে কেউ অনুভব করতে পারেনা।
ঝড় কতটা নির্মম হতে পারে।
কিন্তু যখন ঝড় কাছে এসে পৌঁছে যায়
তখন বুঝতে পারে ঝড় কতটা কঠিন।
মানুষ একটা হারানো জিনিস পেয়ে যতটা খুশি হয়।
আবার কাছের জিনিসটা হারিয়ে গেলে ততটা কষ্ট পাই।