তোমার অপেক্ষায় এখনো ব্যস্ত আমি--
অন্ধকারে প্রদীপ জ্বালাতে।
যেখানে শুধু অমাবশ্যার অন্ধকার ছেয়ে নিয়েছে আমাকে!
তবুও মনে হয় আমার অমাবস্যার অন্ধকারে প্রদীপ জালিয়ে কি লাভ তুমি তো আর ফিরে আসবেনা!
আমার বর্তমানের জীবনে।
আজ আমার কাছ থেকে তুমি অনেক দুরের অন্ধকার
আকাশে।
যেখানে তোমাকে না ছুয়ে, শুধু অনুভব করি।
কষ্টের মায়া জালে।
আমি তো তোমার কাছে বেহায়া, নির্লজ্জ বেশরম।
তুমি যাই বলো না কেনো --
আমি তো তোমার কাছে প্রেম ভিক্ষারি।
,.......তবুও তোমাকে বলছি,......
আমার ভালো বাসার অনুরোধ
একবার শুধু একবার!
এসে দেখা দাও--
নয়লে তোমার মনের অজান্তে আমাকে সরন করিও- তোমার জন্য সারাজীবন আমার হৃদয়ের দুয়ার খোলা থাকবে!
যেখানে তোমাকে প্রবেশ করতে কোন অনুমতি লাগবে না।
আমি আর কত কাল নিঘুর্ম রাত কাটাবো জোনাকি পোকার সাথে গল্প করে!
তুমি তো আর ফিরে আসবেনা নিজের করে জরিয়ে ধরবে আমাকে!
আমার অচল পয়সার মত ভালো বাসা তোমার কাছে আজ বড়ই মূল্যহীন।
কিন্তু এই মূল্যহীন ভালো বাসা তুমি বুঝতে পারলেনা।
আর পারবেই বা কেনো---
তোমার পাশেই থাকবে এখন শুধু অন্য কেউ।
তুমি শুধু একবার আমাকে অনুভব করে দেখো!
আর অনুভব বা কেনোই করবে তুমি আমাকে --
আমার তো কোন অসাধারণ ব্যক্তিত নেই!
হয়তো তুমি তোমার পাশে যে নব বন্ধুকে পেয়েছো তার ব্যক্তিত অসাধারণ--
আর আমি তো তার ধারের কাছে কিছু না?
তাইতো আমার ভালো বাসার অধিকার নিয়ে তোমার সামনে দারাতে চাইনা!
চাই না তোমার জীবনের সজীবতা বিলীন হতে আমার মত!
তুমি হয়তো বুঝতে পারনি--
একাকিত্বক কি---?
আর আমি আজ বুঝে গেছি একাকিত্বের যন্ত্রণা কি জিনিস!
মৃত্যুর কোন অংশ কম নয়!
তাই তো আমার মৃত্যুর আগ পযর্ন্ত!
তোমার অপেক্ষা থাকবো--
তখন যদি আমার শেষ মূহুর্তে মরন এসে বলে। তোমাকে পৃথিবী থেকে বিধায় নিতে হবে!
তখন আমি মরন কে বলবো আমাকে এতো টুকু সমায় দাও--
যেনো আমি চিৎকার করে বলতে পারি
আমি একজনকে ভালো বাসি!
বলতে বলতে মরতে পারলেও আমার একবিন্দু কষ্ট থাকবেনা।
মরন কে তখন আমি হাসি মুখে বরন করে নেব!
তখন হাজার হাজার লোক আসবে আমার লাশ দেখতে তবুও আমার কষ্ট হলেও--
হাজার হাজার লোকের ভিরে আমার অন্তর চোখ দিয়ে তোমাকে খুঁজে নেব।
আমার মৃত্যুর কথা শুনে তুমি কি।
একবারও আসতে পারবেনা আমার লাশের পাশে! তোমার অভিমান ভাঙা একবুক ভালো বাসা নিয়ে।,
আমার বিশ্বাস তুমি ঠিক একদিন আসবে--
যে-দিন আমার কবরের কোন অস্তিত্ব থাকবেনা!
সেদিন তোমার ঠিক মনে হবে আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ট প্রেমিক হয়ে ডাকছি!
,কিন্তু সেদিন আমার মত তোমার
দুই ফোঁটা চোখের জল ফেলা ছারা--
তোমার আর কিছুই করার থাকবেনা।
থাকবে শুধু চাতক পাখির মত অপেক্ষার প্রহর বুকে নিয়ে বেঁচে থাকার আকুতি --
তারিখ, ১৩,০৪,২০২২, রাত ১১টা,,