বহু বছর পর দেখা,
এমন একটি মিলন,
সন্ধ্যেবেলা সূর্যাস্তে,
ভালোবাসার অমৃত ছড়ান।
দূরত্বে থাকা একা,
মনে ছিল তোমার কথা,
দেখতে অনেক ইচ্ছে,
জীবনে তোমার অগ্নির মতা।
প্রেমের বিশাল সাগরে,
সমুদ্র হতে আসি,
শত্রুতা ছাড়াই ফিরে,
ভালোবাসা ছিল তোমার পাসি।
দেখা, যেমন জীবনের একটি চমৎকার ক্ষণ,
বহু বছর পর দেখা,
হৃদয়ে জ্বালা ফুরাল গা,
ভালোবাসা কোন শত্রুতা।
তুমি যেন আসল মিষ্টি সাঁতা,
আবার দেখা হল তোমায়,
ভালোবাসা তোমার হৃদয়ে,
দেখা কোন থাকে আবার ল্যাপে।
বহু বছর পর দেখা,
মিলনের মিষ্টি আর আজ্ঞা,
তোমার সুন্দর মুখের চাঁদনী,
মনে রেখে যায় আমার ভালোবাসা দুটি।