অবশেষে যাবে হেথা থেকে দূরে,
সুরের পাখি মনে পাখা মেলে উড়ে।
তবু তোরে ছাড়ি পিছু ডাকি,
ভালবাসার কবিতায় চোখের জলে আঁকি।
একটি ফুলের স্পর্শ লেগে আছে,
স্মৃতির পাতায় মাধুরী মেশে।
বিদায়ের বেলায় কথা নেই বলা,
রয়ে গেছে হৃদয়ে প্রেমের মলা।
অন্তহীন পথের বাঁকে বাঁকে,
তোমায় ছুঁয়ে যাবে এ হৃদয় সাঁকে সাঁকে।
শেষ হোক আজি এই সন্ধ্যা তারা,
মনে পড়ে তোরে, গভীর রাত জেগে ধারা।
অবসান নাহি প্রেমের কাব্যের,
শেষ হলেও থাকে বাকি অন্য সবের।
আজ পথের প্রান্তে দাঁড়িয়ে আমি,
বলি প্রেমের কথা ভেবে একাকী জীবনগামী।
শেষ হবে কভু সুরের মিলনরাগ?
না হোক শেষ সেই আমাদের অনুরাগ।
ভালবাসা বয়ে যাক অজানার দেশে,
চিরদিন থাক, হৃদয়ের শেষ প্রেমেশে।