প্রকৃতির কোলে সেথা বিশ্রামের মায়া,
আকাশ বাতাস রঙে মেতেছে সবুজের ছায়া।
নীল আকাশে সাদা মেঘের স্নিগ্ধ খেলা,
ভরা সুধায় বন বনানী হাসে কোকিলের মেলা।
দূষণ কোথা! নাহি সেথা কোনো বিষাদের ছোঁয়া,
প্রাণভরা বাতাসে মিশে রয় শুধুই জীবনের গান।
ফুলের সৌরভে, অনুরাগের ছন্দে মাতে প্রাণ,
নদীর ধারে, পাখির কলতানে স্বপ্ন বুনে যায় প্রতিদান।
নির্মল জলের ধারা বয়ে চলে মৃদুমন্দ স্রোতে,
প্রতিফলনে বৃক্ষ লতার সবুজে দেখা যায় জীবনের নোটে।
শস্য শ্যামলা মাঠের পারে সোনালি আভা জ্বলে,
প্রজাপতির নাচে, মৌমাছির গুঞ্জনে পরম পুলকে দোলে।
ধরণীর বুকে বিচরণ করে নানান জীবনের ধারা,
সহজ সরল এই জীবনের ক্ষণিক হাসির পারা।
সংহতির বন্ধনে বুনন জুড়ে থাকে পারিপার্শ্বিক ভালোবাসা,
প্রকৃতির এই লীলাভূমি শিক্ষা দেয় শান্তির আশা।
চেতনা যেন মিলায়ে যায় এই পরিবেশের মাধুর্যে,
মানুষের মনন সজাগ হোক প্রকৃতির এই কাব্যে।
যত্ন করে রাখি এই পরিবেশ যেন না হারায় ভার,
প্রকৃতির মাঝে বাঁচি আমরা, সতেজ হোক এই প্রণোদনার সার।