আজ মনের আকাশে বিষন্নতা,
একাকীত্বের কালো মেঘে ছেয়ে গেছে এ জীবন।
অবহেলা আজ প্রতিটি ধাপে,
বারিধারায় ভিজেছে দু নয়ন।
হাজারো স্বপ্ন নিমেষেই চূর্ণ-বিচূর্ণ হয়েছে,
ঠিক যেনো ভেঙ্গে যাওয়া সিরামিক গ্লাস।
চোখের পলকে অচেনা করেছো আমায়,
হারিয়েছি সব কিছু, এখন শুধুই দীর্ঘশ্বাস।
চেনা পথটাও আজ অচেনা লাগে,
ইচ্ছের ডানায় তাই ধরেছে জং।
জীবনটা শুধুই সাদা কালো আজ,
হারিয়েছে যে সে সব রঙ।
শত আর্তনাদে দুমড়ে গেছে,
মুচড়ে গেছে আমার এ পৃথিবী।
তবু করিনি অভিমান দেয়নি অভিশাপ,
মুক্তি দিয়েছি তোমায় রাখিনি কোনো দাবি।
শাকিল আহমেদ
০৯।০১।২০২২