ওগো মোর জননী,
তুমি কার চোখের মনি?
১৬ কোটি মানুষের, না কি শুধু ধনী দের?
নাকি কেবলই শুধু নাম ধারী নেতাদের মুখের ধনী।
কৃষক, শ্রমিক, চামার, মুচি
তাদের কি তোমার হয় না রুচি?
তবে কেনো আজ তারা লাঞ্ছিত আর নিপীড়িত
তোমার এই স্বাধীন কোলে কেনো তারা নির্জাতিতো।
কেনো এতো অবিচার কেনই বা এতো অবহেলা
তাদের তো ইচ্ছে জাগে ফিরে পেতে সেই বাংলা
তবে শেষ করো দলা দলি, মুছে দাও সব গ্লানি।
ধর্ম বর্ণ নির্বিশেষে,
ভালবাসবো বাংলাদেশকে
এসো মন থেকে হয়ে উঠি খাঁটি বাঙ্গালী।