চলছে ঘড়ি, বাড়ছে বয়স, পাকছে মাথার চুল,
বেলা শেষে ক্লান্ত বেসে সব মনে হয় ভুল।

দিন ফুরালে রাত পোহালে, আসে নতুন ভোর,
সময় গেলে এই দেহেতে থাকবেনা আর জোর।

থাকবে শুধু মোনের পাতায় হারানো দিনের স্মৃতি,
স্মৃতি গুলো আকড়ে ধরে জীবন টানবে ইতি।

              -শাকিল আহমেদ