চলো যাই হর্ষ রাজার দেশে,
যেখানেতে মানুষগুলো কথা বলবে হেসে।

থাকবে না তো হিংসে হেথা, থাকবেনা কোন ভয় ভালোবাসা দিয়ে সেথা করবে যে মন জয়।

কান্নাকাটি মন খারাপের বালাই যেথা নায়
এমন দেশে যেতে আমার মনটা ভীষণ চাই।

হিংসা বিবাদ ঝগড়াঝাঁটি কেউ করে না যেথা
সবার মুখে শুধুই শুনি হর্ষ রাজার কথা।

মন্ডামিঠাই মুড়ি-মুড়কি যত ইচ্ছে খাও
প্রাণ খুলে হাসো আর সত্যের গান গাও।


শাকিল আহমেদ
১০।০১।২০২২