নেতিয়ে পড়া দেহ ভীষন্ন মন ক্লান্ত চোখ তাকিয়ে শুক্লা দ্বাদশীর জ্যোৎস্নায়
জলের উপর ভেসে আসা হিমেল সমীরণ গতর ছোঁয়েছে তবু
নীল রঙের ডানা, পরীর ছবিটা বারংবার চেয়ে দেখা একি অমানিশার ঘোর
কিছু ভালো লাগার দরুন জোড় পূর্বক কর্ম সাধন মানে কি হৃদয়
সেই দিবস কথার সঙ্গপন স্মৃতির ছায়াপটে উঠে ভেসে,বিস্মৃতি আশার পরশে।
কতো চেষ্টা বৃথা গেল কলম কালিয় অযথা নষ্ট হলো টুকরো হলো সাদা পাতা
এই নগরীয় আজ পা টিপে টিপে নিস্তব্ধে চলেছি একা কেহ শুনেনি ক্রন্দন
বেবাক মানুষ চেয়ে চেয়ে পলক নামিয়ে ছিল উদ্ধভ্রান্ত চোখে এই প্রেমের মুখে
শুধু অপেক্ষায় ছিলাম একটা প্রতি উত্তরের
হলুদ খামে উপর লেখা নীল কালিয় চাঁদ সওদাগর সুনামগঞ্জের হাওর
আর ভিতরে সাদা পাতায় লাল রঙের একটা হৃদ চিহৃ আঁকা
আজো পৌছায়’নি মনের পোষ্ট অফিসে...