মন পচে গেলে;--- দেহ পচে কথা পচে কাম পচে কর্ম পচে চোখ মুখ শ্বাস বিশ্বাস দেনা পাওনা সবে পচে

রোগে দেহ খায়, মন খাওয়ার সাহস পায় না মানুষ রোগে মরে রোগে মানুষ ভুগে মরে
মানুষ রোগ খায় না রোগে মানুষ খায়

কেউ খাওয়ায় কেহ অনাচারের অন্যের ভোগ নিজে চাবায়,কেউ দাবায় কেহ উতরাই, যে উতরাই সেই টিকে যায়

সুগন্ধ খরচ্চা করে গায়ে লাগায়,আর দুর্গন্ধ ধুয়ে মুচে নিঃশেষ করতে চায়-বিশুদ্ধতায়

মনের দুর্গন্ধ বিগলিত হলে,চোখে মুখে লেগে থাকে,ইতিহাস।

জীবদ্দশা