নিরস নিরঞ্জন নির্জনে বসে একা থাকি
অপেক্ষা শ্রাবণের মেঘো বর্ষনের মেঘো মালা দেখি
হৃদয় পটে আঁকি ভালোবাসায় ভালো লাগায় আবেশে
যতো বার দূরে টেলো নিঃস্তদ্ধতায়
বারংবার আমি ফিরে দেখার বারতায়।
যদি বলো এতোটা নিঃচুপ কেন
এই কোলাহল নগরে
নিঃসঙ্গতার চাঁদরে চাঁদকে রেখেছে মেঘে ঘিরে
সোম হতে বন্ধন হায়াৎতের দ্বারে
ফাগুনে ধূলি ঘূর্নি ঝড়ে বসন্ত সমীরনের বাতায়নে
অস্রু ঝরে নিশি একা সকলি বিরলে।
ক্লান্ত পথের পথিক পথহারা এই দিগন্তে
অনন্ত কালের পথে চলেছে হেটেঁ
কোখনো ছায়া বৃতি বৃক্ষ ছায়া তলে
একেলা শুনি শকুনেরর ডাক বৃক্ষ তলে বসে
এই জীবন আর কতো দিন কতো দিবস যাবে।
দেখতে শ্রাবণো বর্ষন
নিরঞ্জন আজো অপেক্ষায়
কোলাহল ছেড়ে অদূর নীলিমায়
বালু চরে বসে রুক্ষ এলোকেশে
বাতাসে প্রাণ হরষে
ক্ষনিক দেখার পরষা
বৈশাখে আসবে বুঝি
এই ভরসা.......কাটে দিন এই আশা।