কবিতা, অভিমান করে দূরে সরে যাও
অভিলাষে ফিরে আসো স্তবকের অন্তরায়
চলে যাওয়ার মাঝে সুখ নেই আহলাদ নেই
আছে মিছেমিছি বেদনার যতনা।
অশ্রু ঝরার সিক্ত প্রহর
দেহান্তরে মৃত আত্মার বাস
কুলহারা নির্জনে
ফিরে আসার দিনগুলো
আসবে ফিরে কোন
আধাঁর লগনে নাকি ভরা পূর্নিমায় ।

অপেক্ষায় থাকি
কবিতা;
তোমার চয়নের স্তবকে
গাঁথবো মালা হৃদয়ের গহীনে
সুরে সুরে
ডাকবো তোমায়
যতন করে
সাদা কাগজে
রঙিন করে রাঙিয়ে রঙের লীলায়।

তবু কবিতা
থেকো আমার সঙ্গে
বিরহ বিধূর অঙ্গে মিশে এক মনে
থেকো আমার সঙ্গে
জড় জীর্ণ শীর্ণ ধূলো বালি মিশে
থেকো আমার সঙ্গে
আমার সঙ্গী হয়ে সারা জনমে।

কবিতা
তোমায় দেখাবো বলে
পূব আকাশে সাদা মেঘে উড়ে বেড়াবো
বালুবেলায় নীল জলে স্নান দেব
দক্ষিণা হাওয়ায় তোমার সুধা নেবো।
জোনাকি আর চাঁদের খেলায় রূপসাগরে
ঘন সবুজে সোনালী টিপ হয়ে রবো কপালে।
কবিতা, বৈশাখী ঝড়ে উন্মাদনায় জড়াবো
বৃষ্টির শীতলতায় আপাদমস্তক রবো ভিজে অন্তরে।

কবিতা
প্রেরনা তুমি ফেলে আসা দিনগুলোর স্মৃতির পাতায়
তুমি মহাজাগতিক সত্ত্বা!
তুমি, তুমুল নাজরানা ঝনঝনানি
করতে পারো বিধানে ফরমান জারি
তুমি যুগল আত্মার শিকল
তুমি নোঙ্গর ফেলো ভালোবেসে
শব্দে শব্দে।
কবিতা
তুমি কবির কলমে এসো
তোমার জয় মহাকালের পাতায়
ধরনীর শিরায় শিরায় ।