বড্ড আনমনে এই দিন ক্ষণে প্রহর কেটে গেল
কর্মযজ্ঞে দিনোমানে অকাল কিছু সুখ কুড়িয়ে
ধূপের এলোছায়ায় নিকুঞ্জ বনে প্রবেশ দ্বারে
দরজায় কড়া নাড়তেই
প্রিয়তম,
একরাশ ফুলচন্দন হাসি নিয়ে গতরে ধরলো জড়িয়ে
আজব নিরঙ্কশ বেদনা নির্ঝরে গেল উদাস হাওয়ায় হারিয়ে
সময়ের বাঁকে ঝাকে এলিয়ে দিয়ে মন প্রাণ
তম প্রিয় রাখো আর একটু জড়িয়ে....
খুনসুটির পালাবদলে অদুর বেলায়
নিয়তি কি যে ভরসা পিপাসা রাখে
মুহূর্তে সারাক্ষণ।
ওগো শুনছো....
কোথায় গেলে খেতে আসো পেট যে আহারে কাতরাচ্ছে
এই তো আসছি প্রিয় সম
তাড়াতাড়ি...
কি হলো শুরু করো,
বলো না কি যে, তোমা ছাড়া খেয়েছি কি এক প্রহর নিজে
ওয়াও,সে কি আজ যে আমায় সব প্রিয় সুস্বাদ রেখেছো সাজিয়ে
চিংড়ি বোনা,পুইশাক ভাজি,চেপা ভর্তা শুটকির ঝোল
আলুর পায়েশ......আরো কত কি
কি হলো তোমার
এতো পরশ মাখা আদর সুখ ছড়িয়ে
কি যে বলো’না চাঁদ সোনা মুখ
এ খাবার বেলা, হেলা ছেড়ে খেয়ে নাও, যায় যে হলো কতো বেলা
বেশ তো তুমি ও নাও
এই নিলাম......
আজ যে কুয়াশাছন্ন্য বাহিরক্ষণ
যাবে কি এবেলায় কুড়াতে শিশির শীতল নির্জনতায়
কাঁপন ধরালো এই শীতের রাতে মৃদু হাওয়া
ধরো না একটু হাত
আমি রাখি তোমা হস্তপানে
কি যে দুষ্টামি নেকামি ছলে ছাড়ো ছাড়ো......ছাড় পোকা
কেন যে বলো তা আমি জানি
তোমা আপাদামস্তক চুষে বেড়াই বেভোর হয়ে কামে
আর উইপোকার হয়ে দিতে চিমটি মেরে যেতে দূরে সরে
বলে হাসিতে দুলে পড়ো গায়ে
এই শোন....
আজ কি আমায় ছার পোকা হয়ে খাবে
কি বলো যত্রসব নেকামি
ছার পোকা রক্ত খায় আমি কি তাই করি নাকি
তবে একটি বার চেয়ে দেখো
এই সমাজে
কতো ছার পোকা দল বেঁধে ঘুড়ে বেড়াচ্ছে রক্ত চুষছে
কেউ এদের নিধঁনে নেই কেউ নেই
এরা মানুষ রূপি ছার পোকা রক্ত খেকো
এরা বেদনা বুঝে’না
এরা সুখ বুঝে,ভালোবাসা বুঝে’না
এদের ধর্ম নেই,জাত নেই কুল নেই
সংঘাত সৃষ্টি করে যায় রক্ত খেয়ে
এরা অপরাধীর তোষ
এরা জীর্নতার আদি অন্ত রূপ
এরা রাজতন্ত্র,গনতন্ত্রেও আছে,আছে মৌবাদে,লঘুতন্ত্রেও
এরা জগন্য অপদার্থ
এরা অপকর্মে আছে
এরা বিষাদে নষ্ট করে দেহের রক্ত
এরা বিষাক্ত বিষময় ধারালো তাদের দাঁত
এরা দুর্গম মহা অসুর
এরা ছার পোকা হয়ে সমাজে স্তরে স্তরে,ভাঁজে ভাঁজে বিরাজ করে।
আর কিছু ছার পোকা তোমার আমার সাথে
খেলা করে ঘুমের ঘরে
এদের রক্ত খাওয়ার যন্ত্রনা খুবেই নগ্ন্য
আমি তোমার ভালোবাসায় নিছক সুখ নিবো ছার পোকা হয়ে
তুমি কি দিবে আরেক বার উইপোকা হয়ে আমায় দেহান্তরে কামুক।
এবার চলো বেশ ঠান্ডা লাগছে
আর ছার পোকার গল্প বলতে হবে না
পৌষের মাতাল হাওয়ার মতো উত্তাল দিন কেটে যায়,ছার পোকার নিত্য সঙ্গী হয়ে।