অপেক্ষা করো,একটি কবিতার জন্ম হবে বলে
নিস্তদ্ধ বিকেল,চারিদিকে উৎসুখ আভাস বইছে
হাজার শত শব্দের ভিড়ে শব্দ কুড়াচ্ছে কবি, কবিতার জন্য
একটি কবিতার জন্ম দিবে বেলে
কবির স্বপ্ন
কবিতা জীবনের কথা বলবে,
কালো কালিয় স্বর্ণালী প্রভাত চয়ন করবে
কবিতা প্রীতি প্রণয়ের কথা বলবে
ধূসর আলোয় রাঙাবে কল্পনায় ক্যানভাসে পৌষমনিকে
কবিতায় তটনীর উদাস অপরাহেৃ মাতাল হাওয়ার কথা বলবে
শুভ্র মেঘে শাবকের উড়ে যাওয়ার ক্লান্ত বিকেল হবে।
একটি কবিতার জন্ম দিবে বলে
কবির আঁলপনায়
কতো ছবি ভেসে আসছে আজ
শুধু অপেক্ষা করো কবিতার জন্ম লগ্ন হয়েছে শুরু
দিগন্তে পদ চিহেৃ কবিতার ছাঁপ এঁকে নিচ্ছে
মহাকালের তরিতে শব্দ ভাসিয়ে নিচ্ছে
কবির অজান্তে কতো ছবি হয়ে কবিতায় নিকুঞ্জ গড়ছে
কতো বিহঙ্গের ডানা মেলে শান্তির সুবাতাস বইছে
এখনো জন্ম নেয়’নি কবিতা তবে আসছে কবিতার গুঞ্জনে।
কবির আশা
কবিতা সাম্য ন্যায়ের কথা বলবে অহরনিশি
যতো অসুন্দর দিবে ঠেলে দূরে অহমিকা জৌলূস ছেড়ে
পুরাতনের ভিড়ে স্বগৌরবে যৌবন আসবে তারুণ্যের সুরে কবিতার প্লাবনে
যতো পুষ্প কোমল প্রফুল্ল সুগন্ধে মুহিত হবে ছলোছলো হৃদয় নয়েনে।
কবিতা ধ্যনের বানী ছড়াবে
সাহিত্যের রানী হয়ে রবে
কবিতা তোমার জন্মান্তর ভাবে কবি,আদি অন্তকূলের
নিয়তি দাও তুমি আশায় তীর্থ হয়ে আছে কবি
একটি কবিতার জন্ম দিবে বলে
কতো নিশি রাত পোহাল গেলো
কতো সাধনা,সাধক সঙ্গীর সঙ্গে গেলো
কতো বেদনা আহার শূন্য উপবাস রইলো
কতো ধূলিমাখা জল গা ছুঁয়ে গেলো,অস্রু জলে
শত বির্সজনে
একটি কবিতার জন্ম তিলকের জন্য
কবির আমরন্ত বিশ্বাস,শেষ নিঃশ্বাস ত্যাগের আগেও যেন
অন্তত একটি কবিতার জন্ম দিতে পারে
শব্দমালায় গেঁথেছে চয়ন রতন যতনে সবেই মলিন
দেখা নেই শুধু কবিতার অবতায় হয়ে এসো এ জন্মে
যেন পরজনমেও গিয়ে শুনি একটি কবিতায় দিয়েছে হাজার প্রাণ প্রেরনার ধ্বনি।
কবি আজো বসে আছে অপেক্ষার কবিতায় কল্পনায়
একটি কবিতার জন্ম দিবে বলে।