কেন মানা করো আমায মৌলবি বলে
মা মাটি জলে রাখি আঁখি
সুন্নতি লেবাসে তোয়াক্কার বিষ ঢালো
প্রতিমা পূজো সিদুর মাখো।
তাজবি গলে খোদার যিকির সমগুলে
কাঁদা মাটি জলে ফসলের
বাউলে গানে বাধা বিপত্তি করে দু’দলে
ভাবি’না যাবো একদা চলে
সকলে শান্তি বলে অশান্তি রটিয়ে চলে।
ভেদাভেদ চিহৃ আঁকি’না কপালে গালে
বানী মু’মিন হও জান্নাতি
ফুলের মালায় সন্ধ্যায় আরতি
মাগো ডাকি দেখাও সারতি
যাই খোদার ডাকে মসজিদের দোয়ারে
সাক্ষাতে পেয়ার রাসুলের তরে।
মুক্ত মনে ঘুড়ি উড়াবো সবে
উৎ ফড়িংয়ের নাচন দেখাবো
পুতি আর ঈমাম বয়ানের বাধবো
যাপন জীবনের যৌবন
সাম্য গীতি সঙ্গে দলবেধে রবো পরে।
পাগড়ি মাথা জঙ্গি বলে রটায়
কি দোষ বলো হায় পর্দায়
করো আড়ালে জিহাদ বলে হত্যার চলে
বলো তো, হত্যা লিখা আছে কোন শাস্ত্র কালে।
তবো সবে শান্তি পথে এসো একি সাথে
নিশান উড়াই শত সত্যে
ন্যায় ভালোবেসে পড়ো লঘু জাত না বলে
সকলে দু’হাত তুলে ধরি ভাই ভাই বলে
এই শিক্ষা হোক সহিষ্ণতা ছেড়ে একালে।