সিঙ্গারা তা খেতে মজা
সব মানুষে মানে,
কেউ অভাবে সিঙ্গারা খায়
তা ক'জনে জানে।
বেকার যারা চাকরি খুঁজে
রাস্তা ঘুরে ঘুরে,
সিঙ্গারা দুই শুধুই জুটে
সারা দুপুর জুড়ে।
মধ্য আয়ের মানুষ যারা
তাদের ছেলেমেয়ে,
সারে তাদের টিফিন রোজই
সিঙ্গারা দুই খেয়ে।
সিঙ্গারা তা বড়ই প্রিয়
গরীব লোকের কাছে,
যে লোকেরা রিক্সা চালায়
কর্ম করে বাঁচে।