ভবিষ্যৎ মানে কেবলই কবর,
জীবন শেষে অন্ধকার গহ্বর।
কে ছিলে, কেমন ছিলো দিন,
সব ফুরাবে—শেষ হবে বিনিময় হীন।
স্বপ্নগুলো ধুলোয় মিশে যাবে,
নিঃশ্বাস থামলে শব্দ থেমে যাবে।
যে আলোয় ছুটছ অজানায়,
সে আলো ও মিলিয়ে যাবে মৃত্যু ছায়ায়।
কে ছিল সাথী, কে দিলো ব্যথা,
শেষ ঠিকানায় সব'ই যা-তা।
ধন-সম্পদ, যশ-প্রতিপত্তি,
সবই পড়ে রবে, রবে না কৃতি।
তবু মানুষ লড়াই করে দিনভর,
ভুলে থাকে—গন্তব্য কেবল কবর।
তাই মোহে থেকো না, বুঝে নাও এখনই,
যেতে হবে নিশ্চিত ভবিষ্যৎ ডাকবে যখনই।