সব মায়েদের নিজের ছেলে
কিংবা নিজের মেয়ে
তাদের কাছে হিরার খনি
দামী সোনার চেয়ে।
কোথাও গিয়ে ফিরতে ঘরে
দেরি হয়ে গেলে
মায়ের মনে চিন্তা শত
দল বেঁধে সব হেলে।
মায়ের মনে শান্তি লাগে
ছেলে মেয়ে খেলে,
সুখের ভেলায় ভাসে মায়ে
তাদের বুকে পেলে।
হাসি মুখে মনের ভিতর
কষ্ট চাপা দিয়ে,
মায়ের মনে চিন্তা শুধুই
ছেলে-মেয়ে নিয়ে।