ভালোবাসি বলে ভালোবাসি তাই,
কেন ভালোবাসি, উত্তর তো নাই।
তুমি কি জানো, নদী কেন বয়?
কিংবা আকাশ, মেঘ কেন ছোঁয়?

সূর্য কেন দেয় আলো প্রতিদিন,
চাঁদ কেন থাকে রাতে সীমাহীন?
তেমন করেই, অবিরাম আমি—
ভালোবাসি, ভাবী তোমায় দামী।

কোনো হিসাব নেই, নেই কোনো দোহাই,
তুমি আছো বলেই, বাঁচতে চাই।
তোমার চোখের মায়াবী ভাষায়,
আমি খুঁজে পাই স্বপ্নের আশায়।

কারণ খুঁজি না, যুক্তি জানি না,
তুমি আছো, আর নেই বায়না।
ভালোবাসি বলেই ভালোবাসি তাই,
এ ভালোবাসা শেষ না হোক চাই।