নিয়াজ মামা এলো ধরায়
ফাগুনের ঐ রাতে,
তাহার মুখ টি পুর্ণিমা যেন
ছড়ায় এ ধরাতে।

কঁচি গাছের পাতা যেমন
তেমন তাহার কায়া,
মুখে তাহার জমা আছে
স্বর্গ শশীর মায়া।

এই খুশিতে তাহার মাতা
সুখ সাগরে ভাসে,
পিতা তাহার দুঃখ ভুলে
সেও মুচকি হাসে।

দ্বীনের পথে নিয়াজ মামা
অটুট থাকুক সদা,
তাহার মনে পয়দা হউক
দৃঢ় মানবতা।
🥀
বি.দ্র. কবিতাটি আমার স্নেহাস্পদ, প্রণয়ী ভাগ্নে  ‘মুঈনূল ইসলাম (নিয়াজ) এর প্রতি উৎসর্গিত।