ষড়ঋতু
শাকিল আহম্মেদ
.
রচনাকাল : ০৯.১০.২০১৭
.
ধানের দেশ গানের দেশ
ষড় ঋতুর বাংলাদেশ।
.
বৈশাখ জ্যৈষ্ঠে গ্রীষ্মকাল
কালবৈশাখিতে ভাঙ্গে গাছের ডাল।
খাল বিল শুকিয়ে যায়
প্রকৃতি নব রূপ পায়।
.
আষাঢ় শ্রাবণে বর্ষাকাল।
জমিতে জমিতে ধান,
কৃষকের মুখে হাসির গান।
আকাশে কালো মেঘের ঘনঘটা,
প্রকৃতি ফিরে পায় সজীবতা।
.
ভাদ্র আশ্বিনে শরৎকাল,
ঋতুর রাণী শরৎকাল।
আকাশে সাদা মেঘ ভেসে রয়,
রৌদ্র কিরনে প্রকৃতি চঞ্চল হয়।
.
কার্তিক অগ্রহায়ণে হেমন্তকাল,
ছুটে চলে মাঠে কৃষকের পাল।
মাঠে মাঠে ফসল কাটার গান,
কৃষকের মুখে হাসির বান।
.
পৌষ আরে মাঘে শীতকাল
সর্ষে ফুলের হলুদ মাঠে ভরে যায় শীতকাল।
শীতের সকাল কুয়াশায় ঢেকে থাকে,
সূর্যের মুখ দেখতে শিশুরা
উঁকি দেই জানালার ফাঁকে।
.
ফাল্গুন চৈত্রে বসন্তকাল,
ঋতুর রাজা বসন্তকাল।
মনে জাগে আনন্দের জোয়ার,
বসন্তকাল দুঃখ ভুলায় আমার ।