মশার জ্বালা ভীষণ জ্বালা প্রাণে সয়না আর,
মশা তোকে করছি সদা, সাবধান হুশিয়ার।
ইচ্ছে জাগে যখন একটু নিয়ে বসবো বই,
তোর জ্বালাতে মন চলেনা পড়ব আমি কই।
রাত্রি কালিন নিদ্রা যখন তেড়ে আসে চোখে,
তোর জ্বালাতে হয়না রে ঘুম, কে আর তোকে রুখে।
আজকে হতে তোর আর আমার হবে রে ফাইট,
কয়েল বুকে জ্বেলে দেব আগুন নামক লাইট।
দেখি এখন কেমন করে আমায় কামড় দিস,
বুদ্ধি করে নিজের জীবন বাঁচিয়ে তুই নিস।
শাকিল ভায়া ঘুমাও নাকি? দিচ্ছি তোমায় কামড়,
দেখি তুমি কি করে ভাই বাঁচাও এখন কামড়।
শাকিল ভায়া হারলে তুমি আমার কামড় খেয়ে,
তোমায় প্রহর করতে মোরা আসছি ধেয়ে ধেয়ে।
রচনাকাল : ২৭/০২/২০২০