কেউ ভালোবাসেনি!
আঠারো পেরিয়ে উনিশে পদচারণ,
কেউ আজও করেনি বরণ।
'ভালোবাসা' জানিনা এ কেমন অনুভুতি
চৈত্রের ভীষণ খরা; নাকি কাল বৈশাখির ঝড়ো হাওয়া।
পাপ নাকি পূন্য;  সাপ নাকি অভিশাপ!
একদিন কুয়াশা ভেজা ভোরে
এসেছিল সে আলতা রাঙা পায়ে।
বলেছিল ‘ ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি
ও গো প্রিয় তোমায় ভালোবাসি’।
আহা! এ যে ছিল এক স্বপ্ন।
মনে কত স্বাদ ছিল ; স্বপ্ন সত্যি হবে।
সেই স্বপ্ন কন্যা আসবে আবারো ; কুয়াশা ভেজা ভোরে আলতা রাঙা পায়ে।
মুঠোফোনে একদিন বাজল — ‘টুং টাং’।
এসেছিল  ‘এস.এম.এস’।
বার্তা  খানি পড়ে ; শঙ্কিত মনে—
উন্মাদ হয়ে হাসলাম; প্রণয়ের ছবি আঁকলাম
প্রণয় মালা গলে পড়লাম ; কারণ,
‘আই লাভ ইউ’ লেখা ছিল সেই বার্তায়।
সেও ছিল দুঃস্বপ্ন; যা করেছে চুর্ণবিচুর্ণ।
এভাবে কেটে যাচ্ছে দিন; হয়েছি জল বিহীন মীন।
রোদনে ভরা কত বসন্ত গেল; এলো কত ফাগুন
তবুও, নিভেনি যাতনার আগুন।
কেউ আসেনি - ‘প্রণয় মালা নিয়ে’
আজও বরণ করেনি কেউ ।
.
রচনাকাল : ২৭/০৫/২০১৯ইং।