ঘরের কোণে কোয়ারেন-টাইনে আছি
আমোঘ দৃষ্টিতে; জানালার কাছ ঘেসে।
অপেক্ষায় রয়েছি কত দিন —
কখনো খোঁজ রাখনি।
ভালোবেসে কখনো দু’হাত বাড়াও নি।
তবুও মনে মনে, প্রতিক্ষণে
তোমার ঐ স্বপ্ন বোনা ছবি এঁকেছি
তোমাকেই ভালোবেসেছি —
মন প্রাণ উজাড় করে দিয়ে।
একদিন ভোরের পাখি বলেছিল,
“আমার ডানা করে তোকে নিয়ে
অনেকটা পথ পাড়ি দেব।”
কিন্তু, তার এ সময় আর হলো না!
ছোট বেলায় খুউব ইচ্ছে ছিল
আকাশটাকে ছোঁব।
ইচ্ছে নিয়ে অনেকটা পথ পাড়ি দিয়েছি
কখনো ছুতে পারিনি।
পর-ক্ষণে আকাশ চুপটি করে বলেছিল,
“ বড় হ; একদিন তোর মাথা আমায় স্পর্শ করবে।”
অপেক্ষায় আছি,
জানিনা কবে ছোঁয়ে দেব ঐ আকাশটাকে।
আমার বেলায় কারও সময় হয় না;
তবুও অপেক্ষায় ছিলাম,
অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকব।
==============
রচনাকাল : ২রা বৈশাখ, ১৪২৭ || ১৫ই এপ্রিল, ২০২০