জীবন চাকা ঘুরছে বেগে
গতির সীমা নাই,
থমকে যাবে জানো কবে
বলতে পারো ভাই!
.
কবে কোথায় মরণ হবে
জানার সাধ্য নাই,
মরার পরে লড়তে হবে
কাঠ-গড়াতে ভাই।
.
মরার পরে জান্নাত পেতে
নামাজ পড়ো ভাই,
নামাজ ছাড়া জান্নাত পাওয়ার
কোন উপায় নাই ।
.
মরণ জ্বালা কষ্ট ভীষণ
বলার ভাষা নাই,
মরার পরে জান্নাত বাসী
হতে হবে ভাই!
.
মরার আগে কর্ম করো
জান্নাত পেতে ভাই,
মরার পরে কর্ম করার
কোন সুযোগ নাই ।
.
রচনাকালঃ ১০/০৩/১৯ইং; বিকেল ৫টায়।