[] কবিতাটি 'ফরহাদ হোসেন' স্যারের জন্য লেখা। কবিতাটি তাঁর পিতামাতার প্রতি উৎসর্গ করলাম। []
'প্রণয়' যেদিন পৌঁছে দিলাম
ফরহাদ স্যারের তরে,
মনটা আমার বেশ খুশিতে
উঠলো সেদিন ভরে।
সাহিত্য প্রেম তাঁহার মনে
যেন পাহাড় সমান,
জ্ঞানের ফেরি'য়ালা তিনি;
বিদ্যা করেন দান।
কি আর বলব তাঁহার কথা
শেষ হবেনা বলে,
তাঁহার সুনাম : বজ্র-গতি।
সবার আগে চলে।
এর পরেতে হঠাৎ একদিন
পেলাম স্যারের দর্শন,
অধম মাথায় চুমো দিলেন
দোয়া করলেন বর্ষণ।
তাঁহার কথা মিষ্টি ভীষণ
লেগে আছে মনে,
উদার মনের মানুষ তিনি
মিশুক সবার সনে।
খোদার রহম তাঁহার প্রতি
বর্ষিত হোক সদা,
তাঁহার দোয়া মোদের তরে
লেগে থাকুক সদা।
-----
বি. দ্র: প্রণয় একটি ম্যাগাজিন।
.
রচনাকাল : ১৯/০৭/২০২০ খ্রিষ্টাব্দ