ঘুরতে গিয়েছিলাম বন
আনন্দে ভেসেছিল মন।
.
করেছিলাম পণ
মায়ের কাছে
উঠবনা গাছে।
.
করেছি শুরুর পথ
নিয়ে বাবার মত।
.
ঘুরেছি বাঁকে বাঁকে
বন্ধুদের সাথে ।
.
ঘনিয়ে এল রাত
দিয়ে সব চিন্তা বাদ
বানালাম ঘর
দিয়ে লতা পাতা আর খড়।
.
কেটে গেল রাত
হয়ে গেল প্রভাত।
.
বনের লতা পাতা
বলছিল কথা।
" কেন তুমি ছিড়লে মোর পাতা
আমার কি নেই কোন ব্যথা? "
.
বললাম, "কখনো ভাবিনি এমন
তুমি বললে যেমন। "
.
লতা পাতা বলল
" জীবের কষ্ট বুঝতে শিখ
জীবেরও যে কষ্ট আছে
প্রশ্ন করো তা নিজের কাছে
তোমার যদি হাতের আঙ্গুল কাটি
তুমি কি ব্যথা পাবেনা? "