হেমন্তে সোনা ফলা মাঠে
খায় ধান বুলবুলি
খুঁটে খুঁটে
জরা দিন ভুলে
আনন্দ খেলে মনে
অস্হির মন গায় গান
প্রাণ খুলে পূবালী সমীরণে।
রোদের উঁকিঝুকি পূর্ণিমা নিশি
জাগায় আনন্দ রাশি রাশি
সুবাস ছড়ায় মনে
জানালার পাশে চাঁপা-মাধবী।
এমনি মধুর দিন বিষন্ন মনে
যায় চলে একাকী শূন্য ঘরে
অধরের পাশে মায়াবী কালো তিল
হয়নি ছোঁয়া আদরে কোনদিন
হারিয়েছি বলে তোমার প্রিয় সেফটিপিন।