শোষণ, জুলুম আর বলাৎকারে
সারা বাংলায় আগুন জ্বলে
উড়ছে শকুন আকাশ জুড়ে
বাতাস ভারী লাশের গন্ধে
শত শহীদের বিনিময়ে
পেলাম স্বাধীনতা একাত্তরে
তবু কেন অশ্রু ঝরে চোখের কোণে?
ক্ষমতার অপব্যায় আর ছলচাতুরিতে
হাহাকার করে বাংলার ঘরে ঘরে
বেঁচে থাকার স্বপ্ন হল ফিকে
কোথাও শান্তির পায়রা উড়েনারে
মিলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ঘুষ দিলে
স্বাধীনতা কি, প্রশ্ন জাগে মনে?