অর্থের লালসায় লালায়িত হয়ে
আপনজন ছেড়ে এলাম পরবাসে,
রক্তঝরা পরিশ্রমের জবুথবু ঘামে
পিছলে পড়ি যখন-তখন
ভাগ্য দাঁত খেলিয়ে হাসে,
ছিঁড়ে যায় হৃদয়ের দাঁড়িপাল্লা
জীবনের সুখ আর হয় না মাপা
ভাঙা পাঁজরে রাখি লুকিয়ে মর্মের যত ব্যথা।
নিঃসঙ্গ শামুকের মতো জীবন স্যাঁতস্যাঁত ঘরে
স্বপ্নগুলো বুুক চাপড়িয়ে হা-হুতাশ করে
বিষাদে হয় ক্লান্ত দেয়াল বিহীন কারাগারে।
প্রিয় স্বদেশ আজও হাতছানি দিয়ে ডাকে
বাদল দিনে আউশ ধানের নৃত্যের তালে
বৈরাগী বাতাসে আমের মুকুলের ঘ্রাণ ছড়িয়ে,
ফ্যাকাশে চোখ নিরব পুরু চশমার আড়ালে
বার্ধক্য আজ ঢেউ খেলে সফেদ কাশফুল চুলে
তবুও মরিয়া হয়ে লড়ি সন্তানের মুখে হাসি ফোটাতে।