আমি বড্ড ঘৃণা করি তাদের
যারা ডাস্টবিন থেকে নেয় কেড়ে
বেওয়ারিশ কুকুরের উচ্ছিষ্ট খাবার,
নানা কৌশলে ভুখা-শিশু ফাঁকি দিয়ে
হাতপেতে ঘুরে বেড়ায় মানুষের দ্বার।
গন্ধ শরীরে অমৃত বিলায় চুপিসারে
ধনীর অন্দরমহলে রাতের আঁধারে,
অবসন্ন দেহে ঘুমিয়ে পড়ে পথের ধারে
করে ভাগাভাগি কুকুরের সঙ্গে।
টুটে নিদ পুলিশের বেত্রাঘাতে, মিটে তৃষ্ণা পথের কলে,
রাখে ঢেকে খামচানো মুখ ছেঁড়া আঁচলে
পতিতা অপবাদ ঘুচতে দিনের আলোতে।
কেবল প্রচন্ড ভালবাসি তখনই তাদের
যখন নিজের ন্যায্য অধিকার আদায়ে
দু'হাতে চেপে ধরে গলা ভদ্রবেশী জানোয়ারের।