পরে সাদা পায়জামা-পাঞ্জাবী
হাসি মুখে শুনায় আশার বাণী
যায় বাড়ি বাড়ি নিয়ে কথার হাঁড়ি
রাস্তা হবে, শ্মশান হবে, আরো কত কি
শুধু আমায় দিবেন ভোট মা জননী।
ভোট শেষে নেতা হেসে যায় ভুলে প্রতিশ্রুতি
রাতের বেলা রিলিফের টাকা করে ভাগাভাগি
টেন্ডারবাজী নিয়ে করে মারামারি
কথায় কথায় দেখায় খরগ-চাপাতি
যৌতুকের টাকায় করে বাহাদুরি।
দুর্নীতি আর ঘরবাড়ী জ্বালিয়ে করে ছারখার
খুন, ধর্ষণ, চুরিতে নেতা সমল নৈরাকার
এ কথা মুখে বলার নেই অধিকার
তাই, বাংলা মা আমার দুর্ভিক্ষে করে হাহাকার।