লেখি কবিতা পরম আদুরে
মাথা রেখে মেঘের কোলে
লুকিয়ে মুখ রাতের চাদরে,
আলতো করে চাঁদের আলো
টেনে নিয়ে বুকে,
ভাবনার রং মিশিয়ে
তারার মেলা সাজিয়ে,
ছায়াশীতল গায়ের মেঠোপথে
কাশফুল পালকের পরশ বুলিয়ে
মাটির সুগন্ধ অরণ্যের বিশালতায়।
বুনোফুলের ঝাপটা এসে
দাঁড়ি কমা উড়ে যায়,
ইচ্ছেমত যায় পাল্টে কবিতার মানে
তাইতো আমার বোবা কষ্টগুলো
বৃষ্টি হয়ে অসময়ে ঝরে।