যদি থাকে টাকা
ঘরবাড়ি হয় পাকা,
ঘুরঘুর করে অচেনা
মামা, খালু, কাকা।
যদি থাকে টাকা
পন্ডিত সেজে হয় নেতা,
যায় সে আসরে
মাতব্বর মানে সবে,
ন্যায়নীতির ধার ধারেনা
ঘুষ ছাড়া কিছু বুঝেনা।
যদি থাকে টাকা
যায় ভোজসভা আর অনুষ্ঠানে
হয়ে গ্রামের মাথা,
টাকার ঝলকে নেয় ছিনিয়ে বরণডালা
ঢাকা থাকে কুকর্মের কথা।