ভোরবেলা ঘুম চোখে
লাঙ্গল কাঁধে যাই মাঠে
রোদে পুড়ি ভিজি ঘামে
ফলাই ফসল মনের আনন্দে,
ক্লান্ত দেহে গাছের নিচে
মন জুড়ে শীতল সমীরণে।
মুছে যাবে সকল দীনতা
ঘুচে যাবে অশীল জরা
আশায় বুক বাঁধি বাসা,
করি কাজ সকাল-সন্ধ্যা
এই আমরা মূর্খ চাষা
সচল রাখি অর্থনীতির চাকা।