চোখ ঝাপসা, গালে পড়েছে ভাঁজ
ভালমন্দ করিতে পারিনা আঁচ,
একাকী থাকি পড়ে ঘরের কোণে
স্মৃতিগুলো ভাসে চোখের জলে।
ছিল অশ্বের গতিতে ছুটে চলা দুর্বার যৌবন,
মাঠের পর মাঠ পেরিয়ে হিজল-তমালের দেশে
মনের অনুরাগে পাতার কুটিরে ফুলের মধু খেয়ে
দিনশেষে শিস দিয়ে ফিরতাম বাড়ি সব সুখ বিলিয়ে।
আজ জীবনের সব রং গেছে মুছি
সফেদ চুলে স্মৃতিগুলো রাখি,
ছিল যত স্বপ্ন-স্বাদ এ ধরনীর পরে
সবই আজ হলো কুঁজো বয়সের ভারে।